স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৮ জনসহ এ পর্যন্ত ৫৭১৫ জন আক্রান্ত হয়েছেন। নতুন ৫ জনসহ এ পর্যন্ত ৫৩৯৯ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১২৫ জরে মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৫৭১৫ জনের মধ্যে ৫৩৯৯ জন সুস্থ ও ১২৫ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৯১ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর টেষ্ট-১৪৩টি ও র্যাপিড এন্টিজেন টেষ্ট-৫টিসহ মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগির সংখ্যা পৌঁছেছে ৫৭১৫ জনে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে সদর উপজেলাতেমফ ১৫ জন। এছাড়া চিরিরবন্দরে দুইজন ও পার্বতীপুর উপজেলায় একজন। একই সময়ে নতুন আরো ৫ জনসহ এ পর্যন্ত ৫৩৯৯ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৫৮ শতাংশ।
মোট আক্রান্ত ৫৭১৫ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩১৮৫ জন। এছাড়া বিরলে ৩৩৬, বিরামপুরে ৩৩৪ জন, বীরগঞ্জে ১৬৯ জন, বোচাগঞ্জে ১৫৬ জন, চিরিরবন্দরে ২৩৮ জন, ফুলবাড়ীতে ১৯৭ জন, ঘোড়াঘাটে ৯৩ জন, হাকিমপুরে ৯৬ জন, কাহারোলে ১৭২ জন, খানসামায় ১২৪ জন, নবাবগঞ্জে ১৫৬ ও পার্বতীপুর উপজেলায় ৪৫৯ জন।
মোট মৃত ১২৫ জনের মধ্যে সদর উপজেলায় ৫৯, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১০ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ২০৭ টিসহ এ পর্যন্ত ৪২৫২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৪৩টিসহ এ পর্যন্ত ৩৯৭৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৫৬ জনসহ ৩৩৪১৯ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৩৪ জনসহ ৩৩১৮৯ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৬ জন ও হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪