চিরিরবন্দর সংবাদদাতা ॥ দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়ির মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে সুমাইয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ১৫ জুন মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের দক্ষিণ আলোকডিহি গ্রামের বিত্তিপাড়ায় ঘটেছে। নিহত সুমাইয়া খাতুন ওই পাড়ার আজিজুল হকের মেয়ে এবং রাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও মৃতার পারিবারিক সূত্রে জানা গেছে, ওই সময় সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সুমাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলে তাদের ঘরের মাটির দেয়াল ধসে যায় এবং সে মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
আলোকডিহি ইউপি চেয়ারম্যান মাহমুদা ইসলাম শেফালী দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪