কাহারোল সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোলে সামাজিক দূরত্ব না মেনে চলছে গরুর হাট। দিনাজপুর জেলার মধ্যে সর্ব বৃহৎ গরুর হাট কাহারোল হাট।
প্রতি সপ্তাহে শনিবার করে এই গরুর হাট বসে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে গরু ব্যবসায়ীরা গরু ক্রয় এবং বিক্রয়ের জন্য এই হাটে আসেন। হাট ইজারাদার সামাজিক দূরত্ব বজায় রেখে গরু ক্রয় বিক্রয় করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করলেও কেউ মানছে না সামাজিক দূরত্ব। হাটে ঘুরে দেখা যায় সামাজিক দূরত্ব না মেনে গাদা গাদি ভাবে থেকে চলছে গরু ক্রয় বিক্রয়, মুখে মাস্কের কোন বালাই নেই। এভাবে গরুর হাট চলতে থাকলে করোনা ভাইরাসের প্রার্দূভাব ঘটতে সময় লাগবে না, বলে এলাকার সচেনতন মহল ধারনা করছেন। মুখে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে গরুর হাটটি লাগানোর জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪