স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে রুরাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন গরিব-অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি ক্যাম্পেইন কর্মসূচীর অংশ হিসেবে গরিব-অসহায় মানুষের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।
২৬ জুন শনিবার বিকেলে পাহাড়পুরস্থ তনু কোচিং সেন্টার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জনের প্রতিনিধি দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় রুরাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, সংস্থার সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ মোজাহারুল ইসলাম সবুজ, শহর আওয়ামীলীগ নেতা মোঃ জাকির উদ্দীন রেমো, প্রত্যয় মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফেরসৌসী বেগমসহ রুরাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪