বিরামপুর সংবাদদাতা ॥ বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ৩০ জুন বুধবার উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস ও দীনেশ রায়। কৃষি দপ্তর সূত্রে জানানো হয়, এবার উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৭৩০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনার সার বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২০০ জন হাইব্রিড ধান চাষীর মাঝে বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি হারে এবং ৫৩০ জন উচ্চ ফলনশীল ধান চাষীর মাঝে বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি হারে বিতরণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪