ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়া হবেঃ হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর বার্তা
জুলাই ৭, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের প্রদক্ষেপ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত যে কোন দুর্যোগে অসহায় মানুষেরা কষ্ট বুঝতে পারবে না, না খেয়ে থাকবে না উল্লেখ করে আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়া হবে। করোনা এই দুর্যোগে পরস্পরের পাশে দাড়ানোর মধ্য দিয়ে মানবিকতা ফুটে উঠে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের যে কোন দুর্যোগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সবসময় জনগনের পাশে দাঁড়ায়। এ জন্য বার বার জনগনেই শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন, দেশে ভ্যাকসিন আসা শুরু হয়েছে। ভ্যাকসিনের এখন আর সমস্যা নাই। প্রত্যেক মানুষকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তিনি সকলকেই স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।
৭ জুলাই বুধবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায় ও হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গ)-এর মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরনের পুর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর জেলা জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন প্রমুখ। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ সঞ্চালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।