স্টাফ রিপোর্টার ॥ ৮ জুলাই বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী নারী সংগঠন জেল রোডস্থ দিনাজপুর মহিলা সমিতির নিজস্ব অর্থায়নে করোনা রোগীদের সহযোগিতার জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছের নিটক ২টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন সেট প্রদান করা হয়।
অক্সিজেন সেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর মহিলা সমিতির সভানেত্রী নাসিমা চৌধুরী, সহ-সভানেত্রী মালেকা পারভীন, সদস্য মীর শিরিন সুলতানা, প্রধান উপদেষ্টা ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও উপদেষ্টা মশিউর রহমান মিনাল। অক্সিজেন ২টি গ্রহণকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির সচিব ও দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের লোকজন এগিয়ে আসলে হবে না, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। করোনা প্রতিরোধে সবচেয়ে বড় সচেতনতাই হলো মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। এ ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করতে হবে। উল্লেখ্য দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিলা সমিতি করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪