দিনাজপুর প্রতিনিধি: “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বন মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন হয়ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলাতে বিভিন্ন পশু-পাখির স্টলের প্রতিনিধির অংশগ্রহণে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
শনিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কনফারেন্স রুমে এক আলোচনা সভায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার খামারিদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন বর্তমান সরকার দুরদর্শিতার কর্মকান্ডে দেশে প্রোটিনের চাহিদা মিটাতে সক্ষম হয়েছে। আমরা আমিষে স্বয়ংসম্পূর্ন। বিশেষ করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং খামারিদের আরও আমিষের ক্ষেত্রে উন্নয়নমুখী করে গড়ে তোলা এবং উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এই প্রাণিসম্পদ মেলার আয়োজন।
দিনাজপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: গোলাম কিবরিয়া স্বাগত বক্তব্যে বলেন, দুধের ঘাটতি কাটিয়ে উঠার জন্য সরকার ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প গ্রহন করেছে। যা চার হাজার দুই শত আশি কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা প্রথম ফেসে ও পাইপ লাইনে আছে। প্রাণিসম্পদ প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি করা এবং বিজ্ঞানভিত্তিক কলা-কৌশল অবহিতকরন করা। সর্বপরি জনসাধারনের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা, সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা প্রমুখ। খামারিদের থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেয়রি ফামর্স এসোসিয়েশন এর সেন্ট্রাল কমিটিরি সদস্য ও সদর উপজেলার সভাপতি মোঃ তুহিন।
আেেলাচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ভেটেরিনারি কোম্পানীসহ গরু, ছাগল, ভেড়া, দুম্ভা, গাড়ল, সৌখিন পাখি, বিদেশী কুকুর-বিড়াল, কবুতর, হাঁস-মুরগি’র সহ প্রানিসম্পদের আধুনিক প্রযুক্তির উপকরণসমুহ পরিদর্শন করেন।
উল্লেখ্য এবার প্রাণিসম্পদ মেলাতে বিভিন্ন পশুপাখির ও ভেটেরিনারি ঔষধ কোম্পানীর প্রতিনিধিসহ প্রায় ৪০টি স্টল অংশগ্রহন করেছে। এসব স্টল থেকে মোট তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে পুরস্কার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪