দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার মাসে প্রতিষ্ঠিত হয়ে স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করার চেষ্টা করে। কুসংস্কারের বিপক্ষে, জঙ্গিবাদীদের বিপক্ষে ও অপসংস্কৃতির বিপক্ষে একটা শক্ত ভূমিকা বাংলাদেশ প্রতিদিন বরাবর পালন করে। আজ জনপ্রিয় পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার মনে হয় দিনাজপুরের সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় এবং প্রচারিত পত্রিকা। দিনাজপুরের প্রত্যেকটি মানুষ আওয়ামীলীগ করে আবার প্রতিটি মানুষ বিএনপি করে এটা আমি বিশ্বাস করিনা কিন্তু দিনাজপুরে উন্নয়নের ও অগ্রগতির জন্য দিনাজপুরের মানুষ এক ও অভিন্ন। আর এটি সব সময় তুলে ধরেছে এই পত্রিকাটি।
বুধবার বেলা ১২টায় দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪বছরে পদার্পন উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি বক্তব্য রাখেন। পরে সবাইকে নিয়ে কেক কাটেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।
তিনি আরও বলেন, সত্যিকার অর্থে তার নিজস্ব স্বকীয়তা যোগ্যতার কারণে বাংলাদেশে সর্বাধিক প্রচারিত একটি পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, বিশেষ করে উপসম্পাদকীয় ও সম্পাদীকিয় পাতা এত বেশী সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত, স্বাধীনতা চেতনা সম্বলিত এব্ং প্রগতির পথে তাদের যে লেখনি, সে লেখনি জনগনের কাছে অত্যন্ত জনপ্রিয়।
বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোক্তাদের সফলতার গল্প বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর অনেকের ভাগ্যবদল হয়েছে। অর্থনেতিকভাবে লাভবান এবং স্বাবলম্বী হয়েছেন কিংবা ব্যবসায় প্রসার ঘটেছে। এমন কয়েকজন সফল উদ্যেক্তা বাংলাদেশ প্রতিদিনের ১৪বছরে পদার্পন উপলক্ষের অনুষ্ঠানে এসে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিনাজপুরের অন্যতম নারী উদ্যেক্তাদের প্লার্টফর্ম দিনাজপুর গার্লস ক্লাবের রিজভী জাহান জ্যোতি, মধুর জেলা রূপান্তরে কাজ করা উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির সদস্য মোসাদ্দেক হোসেন। নিজ দায়িত্বের পরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করার খবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশের পর বিভিন্ন ব্যানারে সম্মানিত হয়েছেন এমন একজন দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান অনুষ্ঠানে এসে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
এছাড়াও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এ দিনাজপুরের ৯জন (৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্চ) পদক পাওয়া খেলোয়াররা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকেও তাদেরকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দিনাজপুর গার্লস ক্লাবের রিজভী জাহান জ্যেতি, উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির সদস্য মোসাদ্দেক হোসেন, কালের কন্ঠের দিনাজপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজ ২৪ এর প্রতিনিধি ফখরুল হাসান পলাশ প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪