বীরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজসেবক জননেতা মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জননেতা মতিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম, জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জননেতা মতিউর রহমান একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাÐে সক্রিয় ভ‚মিকা রেখে চলেছেন। দিনাজপুর-১ আসনের জনগণ তাঁর নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সংসদীয় প্রতিনিধিত্ব পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জননেতা মতিউর রহমান বলেন,
“দিনাজপুর-১ আসনের জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি নির্বাচনী মাঠে নামছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধের আলোকে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।”
শেষে উপস্থিত নেতৃবৃন্দ জননেতা মতিউর রহমানের সর্বাঙ্গীন সাফল্য ও বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের পথে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪