দিনাজপুর বার্তা২৪.কম :-
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এর ফলে গত রোববার থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মঞ্জুর হোসেন বলেন, রেললাইনে পানি আসার কারণে গত রোববার সকাল থেকে দিনাজপুর- ঠাকুরগাঁও-পঞ্চগড় এবং দিনাজপুর-পার্বতীপুর পথে কোনো রেল চলাচল করতে পারছে না। পার্বতীপুরের পথে রেল না চলায় ঢাকার সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে। সকালে টানা বৃষ্টি হয়েছে। এর ফলে দিনাজপুরের প্রায় সব নদীর পানি বাড়ছে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার করতোয়া, ঢেপা, ছোট যমুনাসহ অন্যান্য নদীর চিত্রও একই। ফলে রেল যোগাযোগ কবে নাগাদ স্বাভাবিক হবে তা এখনি বলা যাচ্ছে না বলে জানান স্টেশন মাস্টার। তিনি বলেন, রেললাইন থেকে পানি সরে গেলে, কিছু সংস্কার কাজ করতে হবে। তার পরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এ দিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। ফলে বাধাগ্রস্ত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরের বেশকিছু গুদামে পানি ঢুকে পড়েছে। ফলে আমদানিকৃত পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় উল্টে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। এতে শুধু আমদানি-রপ্তানি কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, পথচারীরাও পড়েছেন দুর্ভোগে। এর মধ্যে গত রোববার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, বন্যায় বিরল, কাহারোল, সদর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪