দিনাজপুর প্রতিনিধি :
চেম্বার অব কমার্সের সহযোগিতায় ও ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর আয়োজনে দিনাজপুরে চার দিনব্যাপী ডায়মন্ড ও গোল্ড জুয়েলারী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুর চেম্বার ভবনে ডায়মন্ড ওয়ার্ল্ড লি. আয়োজিত চার দিনব্যাপী ডায়মন্ড ও গোল্ড জুয়েলারী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, জ্যৈষ্ঠ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ।
অনুষ্ঠানে ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক এনামুল হক মুকুল শাহ্ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম, তদন্ত ওসি মো. ফখরুল ইসলাম, চেম্বারের সাবেক সহ সভাপতি সারোওয়ার আশফাক আহমেদ লিয়ন, পরিচালক আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শামীম কবির, রাহবার কবীর পিয়াল, জর্জিস আনাম, মিজানুর রহমান পাটোয়ারী, প্রতাপ কুমার সাহা, শামীম কবীর অপু, সানোয়ার হোসেন, সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত, দিনাজপুর জুয়েলারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী ও শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ ডায়মন্ড ওয়ার্ল্ডের কানাই লাল সাহা, জনি, বিকাশ, ভাষান, তৈমুর, মনির, লিটন, সবুরসহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ডায়মন্ড ও গোল্ড জুয়েলারী মেলা ৮ মার্চ হতে ১১ মার্চ পর্যন্ত ৪ দিনব্যাপী দিনাজপুর চেম্বার অব কমার্স ভবনের চারতলায় চলবে বলে মেলা কর্তৃপক্ষ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪