দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে চেম্বার অব কমার্সের সহযোগিতায় ও ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এর আয়োজনে চার দিনব্যাপী শারদীয় শপিং প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর চেম্বার ভবনের চার তলাস্থ রফিকুল ইসলাম খান মিলনায়তনে উক্ত শারদীয় শপিং প্রদর্শণীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী।
অনুষ্ঠানে ডায়মন্ড ওয়ার্ল্ডের ফাইনেন্স সেলস প্রধান রাকেশ মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।
এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের সেলস এক্সিকিউটিভ রাজু ঘোষ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম মুক্তা, উদ্দীপ ভৌমিক, এনাম উল্লাহ জ্যামী, আজিজুল ইকবাল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ দিনাজপুর চেম্বার ভবনে প্রথমবারের মতো ডায়মন্ড ওয়ার্ল্ড লি. চার দিনব্যাপী ডায়মন্ড ও গোল্ড জুয়েলারী মেলার আয়োজন করেছিলো। দিনাজপুরে সাড়া জাগানো ডায়মন্ড মেলায় রেকর্ড পরিমান বিক্রয় সেবা যুক্ত হয়েছিল। যা একইসময়ে শেষ হওয়া রংপুর মেলার চেয়ে কয়েকগুন বিক্রয় সেবা পেয়েছিল ডায়মন্ড ওয়ার্ল্ড লি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪