দিনাজপুর বার্তা২৪.কম :- করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মধ্যেই আগামী সপ্তাহ ব্যাংকগুলোতে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, আগামী রোববার থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব ধরনের অফিস আদালতে ছুটি চলছে। যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ছুটির মধ্যেও জরুরি সেবাগুলো চালু রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব্যাংকের লেনদেন এতদিন সীমিত আকারে চালু রাখা হয়েছে। ছুটি শুরুর পর গত এক সপ্তাহ ধরে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে; ব্যাংক খোলা রাখা হয়েছে বেলা দেড়টা পর্যন্ত। শুরুতে সরকার ৪ এপ্রিল পর্যন্ত এই ছুটি ঘোষণা করলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত। তার সঙ্গে পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, গ্রাহকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সপ্তাহে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪