স্টাফ রিপোর্টার ।। ১১ এপ্রিল শনিবার সমিতির নিজস্ব কার্যালয় হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশনায় এবং বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪শত রেস্তোঁরা শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্যামল কুমার ঘোষের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাজেদুর রহমান দুলাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ বলেন, রেস্তোঁরা মালিক সমিতি দিনাজপুরের কর্মহীন শ্রমিকের জন্য যে ত্রাণ বিতরণ করেছে তা প্রশংসনীয় উদ্যোগ। তাদের নিজস্ব তহবিল হতে ৪শত কর্মহীন শ্রমিকদের মাঝে এই ত্রাণ বিতরণ করেছে।
আগামীতে হুইপ ইকবালুর রহিমের সহযোগিতা পেলে তারা শ্রমিকদের মাঝে আরও ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সত্য ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সমর ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিন্টু দাস, মোঃ বাচ্চু, রঞ্জন দে, মোঃ বাদশাসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪