দিনাজপুর বার্তা২৪.কম :-
চট্টগ্রাম বন্দরে অবতরণকৃত যে সকল কন্টেইনারের চারদিন ফ্রি টাইম সরকার ঘোষিত সাধারণ ছুটি অর্থাৎ ২৬ মার্চ ২০২০ বা তারপর শেষ হয়েছে উক্ত কন্টেইনারসমূহ আগামী ১৬ মে ২০২০ এর মধ্যে খালাস গ্রহণ করা হলে প্রযোজ্য স্টোররেন্ট শতভাগ (১০০%) মওকুফযোগ্য হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ মে ২০২০ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চট্টগ্রাম বন্দরের চলমান কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে আগামী ১৬ মে ২০২০ এর মধ্যে কন্টেইনারসমূহ খালাস করা না হলে দন্ডভাড়া আদায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সরকার কর্তৃক গৃহিত সতর্কতামূলক পদক্ষেপ এর পরিপ্রেক্ষিতে আমদানী-রপ্তানীকারকগণকে প্রণোদনা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪