বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
হিলি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহনের পর হিলি স্থলবন্দরে এটিই তার প্রথম সফর।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বন্দর পরির্দশনে আসেন পরে হিলি পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা ও বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি বন্দরের লেবার শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন।
পরিদর্শন শেষে পানামা হিলি পোর্ট সভাকক্ষে বন্দর পরিচালনা কারি প্রতিষ্ঠান, বিজিবি কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠক করেন।
এসময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক .কর্ণেল ফেরদৌস হোসেন টিপু, উপজেলা চেয়াম্যান, হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হিলি প্রেসক্লাবের সভাপতি মিলন হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪