ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজার,আজাদমোড় এবং বাস স্ট্যান্ড এ অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান কে ৪৮ হাজার টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।
সোমবার মমতাজ বেগম সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুরের নেতৃত্বে অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে ও ভেটেরিনারি সার্জন রুমানা আক্তার।
এসময় সময় গোখাদ্য হিসাবে ব্যবহিত বস্তার মূল্য বেশী নেওয়ার কারণে চার মাথা বাস স্ট্যান্ডের মেসার্স রোশনা ট্রেডার্স এর মোঃ আনিছুর রহমান কে ২০ হাজার টাকা,ক্রায়-বিক্রয়ের রশিদের সাথে সমন্বয় না থাকায় আজাদ মোড়ের পাঁচ ভাই স্টোরের শরিফুল ইসলাম কে ২০হাজার টাকা এবং পুরাতন বাজারের দুই দোকানে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মমতাজ বেগম বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ টি প্রতিষ্ঠান কে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪