দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের সেলস এন্ড ডিসপ্লে সেন্টারের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের বিরামপুরে পল্লবী মোড় এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আজ আমরা দিনাজপুরের বিরামপুরে ইলেক্ট্রো মার্ট এর নতুন শো রুম উদ্বোধন করেছি। দিনাজপুর জেলাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মনে করছি। বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে দিনাজপুর জেলা অত্যন্ত সমৃদ্ধ জেলা। আমাদের প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্রোডাক্ট। কনকা, গ্রী, হাইকো এই তিনটি ব্রান্ডের বিভিন্ন প্রোডাক্টস হাউসহোল্ড ও হোম এ্যাপল্যায়েন্স রয়েছে। এগুলো আমরা দেশেই তৈরি করছি। তিনি আরও বলেন, অন্য কোম্পানীর চেয়ে আমাদের পণ্যের মূল্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং কিছু কিছু পণ্য দাম অনেক কম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক নূরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মোঃ জুলহাক হোসাইন, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ীসহ অন্যরা।
দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রাহকদের চাহিদার ৬০ ভাগ পূরণ করছে গ্রী ব্রান্ডের এসি, ৩০ ভাগ কনকা এবং ৫ ভাগ হাইকো ব্রান্ডের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪