মেহেদী হাসান উজ্জ্বল,ফুলববাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টার নামে একটি স্বাস্থ্য কেন্দ্রে বজ্রপাতে ভয়াবহ অাগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এঘটনায় ওই স্বাস্থ্য কেন্দ্রের প্যাথলজি'র যন্ত্রাংশ পুড়ে প্রায় ৫০ লক্ষ্য টাকার ক্ষতি সাধন হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় আচমকা টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে আগুন লেগে ওই স্বাস্থ্য কেন্দ্রের নিচ তলায় প্যাথলজি ইউনিটের ২টি রুমের ৩টি এসি ,১টি ফ্রিজ , ৪টি কম্পিউটার,২টি প্রিন্টার মেশিন,১টি ডিজিটাল আলট্রা সাউন্ড, ১টি ডিজিটাল এক্সে মেশিন,১টি এনালাইজার,১টি সেল কাউন্টার ও ক্যামিকেলসহ প্যাথলজি পরীক্ষার সকল যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। তাতখনিক স্বাস্থ্য কেন্দ্র কতৃপক্ষ রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কর্মিরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন ৷
ফুলববাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার মো: সোহেল রানা জানান, বজ্রপাতের কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রাত ১০টা ৫০মি থেকে ১১টা ৫০মি পর্যন্ত ফায়ার সার্ভিস টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এখোনো ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছেনা, তদন্ত সাপেক্ষে জানাযাবে।
টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনি সেন্টারে ব্যাবস্থ্যাপনা পরিচালক প্রকৌশলী মো:মোশারফ হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অগ্নিকান্ডে প্যাথলজি ইউনিটের যন্ত্রাংশ গুলো পুড়ে গেছে,তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক প্রায় ৫০ লক্ষ্য টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪