ফুলবাড়ী সংবাদদাতা ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সাথে এগিয়ে নিতে বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান করে নিতে হবে। ভালো শিক্ষার্থীদের দ্বারাই সেটা সম্ভব। বিদ্যালয়ে ভালো পড়াশোনা না হলে, বহুতল ভবন কোন কাজে আসে না।
তিনি আরো বলেন, করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কাজেই বিকল্প পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদেরকে পড়াশোনার মধ্যেই রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে একেকদিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা চর্চা করলেই, শিক্ষার্থীদের মনযোগ শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব। করোনার বিরুদ্ধে যেহেতু কোন অস্ত্র নেই, তাই স্বাস্থ’্যবিধি মেনেই করোনাকে মোকাবিলা করতে হবে।
২১ মে শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মালঞ্চা (দামারপাড়) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীকালে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেছেন তিনি।
সকাল ১০টায় মালঞ্চা (দামারপাড়) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪