ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে ভুমি অফিসে যোগাযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে সিবিও এবং এসজিও সদস্যদের অংশ গ্রহনে উপজেলা সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দিনাজপুর আঞ্চলিক আদিবাসী ফেডারেশনের সভাপতি মি: কলম্বাস মার্ডী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: শামীমা আক্তার জাহান।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা মো: মেসমাউল সরকার,সেমিনারের লক্ষ ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন এনডিএফ এর প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা,জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে করনিয় বিষয়ে বক্তব্য রাখেন দিনাজপুর জর্জ কোর্টের এ্যাডভোকেট মো: রেয়াজুল ইসলাম রাজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪