ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ফরিদুল ইসলাম ফটিক (৩৭) নামের এক শিক্ষক কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজার নুরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ফরিদুল ইসলাম ফটিকের পরিবারের সদস্যরা এবং উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এ অবস্থায় তাকে গত শুক্রবার বিকালে বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কোভিড-১৯ করোনা ভাইরাস ল্যাবে পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। ফরিদুল ইসলাম ফটিক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের সদস্য এবং উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফরিদুল ইসলামের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪