ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুর ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তুমুল সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ এপ্রিল রোববার ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর খোলসিপাড়া এলাকা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তি রুহুল আমিন ও তার ভাইয়েরা নিজেদের বাড়ী থেকে বের হবার রাস্তা প্রশস্ত করার লক্ষে প্রায় ৫ বছর পূর্বে একটি জমি ক্রয় করেন। বাড়ী সংলগ্ন ওই জায়গাটি মোঃ কামরুজ্জামান ও মাহবুবুর রহমানের কাছ থেকে ৩ ভাইয়ের নামেই কেনা হয়। কিন্তু এখন ছোট ভাই ওমর ফারুক মুকুল ও গোলাম রব্বানী পরস্পর বুদ্ধি করে জায়গাটি দু’ভাইয়ের নামে ভাগ করে নেয়। এটা জানতে পেরে রুহুল আমিন ১৮ এপ্রিল রোববার সরকারী জমি মাপার আমিন এনে জমিটি ৩ ভাগ করতে মাপযোগের কাজ শুরু করেন। সাথে সাথে ছোট দু’ভাই ওমর ফারুক মুকুল ও গোলাম রব্বানী বাধা প্রদান করে। এ নিয়ে প্রথমে তর্কাতর্কি তারপর হাতাহাতি এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বেধে যায়। ছুটে আসে রুহুল আমীনের স্ত্রী লায়লা আরজুমান বানু, কন্যা সাহিনা আক্তারসহ গ্রামের অনেকে। একইভাবে ওই দু’ভাইয়ের পক্ষে আসে গোলাম রব্বানীর স্ত্রী রেশমী বেগম ও কন্যা সুলতানা রাজিয়া। তাদের সাথে যোগ দেয় তাদের ভাড়াটিয়া লাঠিয়াল মোঃ আব্দুল হামিদ। তারা একত্রিত হয়ে কিল-ঘুষি মারার সাথে সাথে বিভিন্ন দেশীয় অস্ত্রে আঘাত হানতে থাকে। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লায়লা আরজুমান বানু, রুহুল আমীন ও সাহিনা আক্তার। এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য পালিয়ে যাবার সময়েও বিভিন্ন হুমকি দিতে দিতে চলে যায় বলে এলাকার লোকজন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪