ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর রাস্তা নিয়ে মারপিট উভয় পক্ষের ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আতাউর রহমান মাস্টার ও একই গ্রামের ছাইদুর রহমানের মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল।
এর এক পর্যায়ে গত রোববার বিকেল ৫টায় ওই রাস্তা নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ওই সময় সংঘর্ষের রূপ নিলে উভয় পক্ষের মারপিটে আতাউর রহমান মাস্টার পক্ষে নওশাদ আলী (৪৫), তার স্ত্রী মোছাঃ আয়েশা বেগম (৩৮), তার মা মোসলেমা বেগম (৬০) ও সাইদুর ররমানের পক্ষে সাইদুর রহমান (৫৫), অজেদুল ইসলাম (৫০) ও তার ছেলে শাফিয়া রহমান (২৮) গুরুতর আহত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে উভয়ের মাঝে মামলার প্রস্তুতি চলছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪