ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে অপহরণ মামলায় মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাত ২/৩ জন মিলে মূল আসামি মেহেদী হাসান প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে গত ১৬ এপ্রিল রানীগঞ্জ ব্র্যাক অফিসের সামনে থেকে এক নাবালিকাকে জোর পূর্বক মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে ওই নাবালিকার পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে গত ৪ এপ্রিল ঘোড়াঘাট থানায় একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশি অভিযানে গত ২০ এপ্রিল রানীগঞ্জ বাজার থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ও উপ-পরিদর্শক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মেহেদী হাসান কে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে শনিবার (১ লা মে) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪