ঘোড়াঘাট সংবাদদাতা ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অন লাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় চলছে।
কোভিড-১৯ করোনাভাইরাসে পবিত্র ঈদুল আযহার কোরবানি পশু ক্রেতা-বিক্রেতার সুবিধা বিবেচনা করে ঘোড়াঘাট উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় অন লাইনে কোরবানি পশু ক্রয়-বিক্রয় ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রুমানা আকতার রোমি বলেন, দেশে করোনা ভাইরাস ভয়ানক আকার ধারন করেছে, লকডাউন চলছে ফলে কোরবানি পশুর হাটে মানুষের ভিড় কমানোর জন্য এ উদ্যোগ গ্রহন করছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। করোনায় অন লাইনে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাসহ খামারিরা লাভবান হবেন। ঘোড়াঘাট উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল কোরবানি পশুর হাট, ঘোড়াঘাট, দিনাজপুর নামে অন লাইনে পেজ খুলেছেন। সেই পেজে কোরবানির পশুর ছবি, ওজন, দাম ও খামারিদের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনের নাম্বার দেওয়া হয়েছে। উপ-সহকারী কর্মকর্তা আবদুল মতিন মিয়া (০১৭১৪-৬০১১৪০) পবিত্র ঈদুল আযহায় পশু ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪