(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি)বিকালে উপজেলার কালুপাড়া ও ঋষিঘাট গ্রামের মানিকউল্লাহ পাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- কালুপাড়া গ্রামের অন্তর চন্দ্র সরকারের স্ত্রী সুজাতা রানী (১৮) ও ঋষিঘাট গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী খোদেজা বেগম (৭০)।
পুলিশ জানায়, সঞ্চিতা রানীর মরদেহ নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। এক মাস আগে তার বিয়ে হয়েছে। স্বামী পেশায় জেলে।
অপরদিকে খোদেজা বেগম পারিবারিক কারণে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির,পিপিএম (সেবা) বলেন,লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পৃথক দুটি অপমৃত্যের (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪