ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা ৩৮টি বাড়িতে আগুন,ভাংচুর,লুট-পাট এবং চুরি ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানাতে একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জন ব্যাক্তিকে আসামি করে একটি মামলা রুজু করেন।
মামলার বিবারণে জানাযায়,গত ২৫ জানুয়ারি খোদাদাতপুর চুনিয়া পাড়ায় মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন নামের দুই যুবক কে হত্যা করাকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার দাফন শেষে উত্তেজিত জনতা হত্যার সাথে জড়িত ওমর আলী বাড়ি সহ চরাঞ্চল থেকে আসা আনুমানিক ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করা করে।এসময় অগ্নিসংযোগের সাথে ভাংচুর,ঘরের বাহিরে থাকা জিনিস পত্র লুট-পাট ও গরু-ছাগল চুরি করে নিয়ে যায়।এতে করে সব মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান,অগ্নিসংযোগে লুট-পাট,চুরি ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যাক্তিকে আসামি করে একটি মামলা রুজু হয়েছে।যথাযথ আইন মেনে পরবর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪