ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমেনা বেগম (৪৫) নামের এক নারী খুন হয়েছে।
নিহত আমেনা বেগম উপজেলার শিংড়া ইউনিয়নের বড়পাইকারগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
পুলিশ জানায়, আজ শনিবার সকাল ৮টায় সেকেন্দার আলী তার বাড়ির সামনের জমিতে সেচ দিচ্ছিল। এসময় অবসর প্রাপ্ত আর্মি গোলজার হোসেনের ছেলে মিন্টু মিয়া জমির বেড়া তুলে ফেলতে গেলে সেকেন্দার আলীর স্ত্রী আমেনা বেগম তাতে বাধা দেয়।পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিন্টু মিয়া তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে সেকেন্দার আলীর স্ত্রী আমেনা বেগমের তল পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে মিন্টু মিয়াকে ধাওয়া দিলে মিন্টু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে সেখান থেকে আমেনা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের স্বামী সেকান্দার আলী জানান,বাপদাদার সময় থেকে আমরা এই জমি কাগজ মূলে ভোগদখলে আছি।পরে শুনে এই জমি নাকী আর্মল্যান্ড হয়ে গেছে।এই নিয়ে আমাদের একটি মামলাও চলমান আছে।এরমধ্যে ৫০ শতক জমি লিজ কেটে এনে মিন্টু নিজেদের বলে দাবী করে।ফলে এনিয়ে মন্টু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।এরজের ধরে আজ মিন্টু পরিকল্পিত ভাবে আমার চোখের সামনে আমার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা জানান,খবর পেয়ে হাসপাতালে ছুরিকাঘাতে নিহত নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪