হিলি প্রতিনিধি:
হিলিতে মিঠুন নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে চন্ডিপুর মাঠে কে বা কাহারা তাকে গলা কেটে হত্যাকরে পালিয়ে যায়। নিহত মিঠুন ফকিরপাড়া এলাকার মৃত শাহদত হোসেনের ছেলে।
স্থানীয়দের ধারণা জুয়া খেলাকে কেন্দ্র করে মিঠুনকে হত্যা করা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিঠুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
একই এলাকার কোরবান নামের এক যুবক মিঠুনকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
হাকিমপুর থানা অফিসার ইন চার্জ আব্দুস সবুর জানান, মিঠুনকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করা হয়েছে। তবে, হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪