হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প “জমি আছে, ঘর নেই” এর আওতায় মুজিব বর্ষ উপলক্ষ্যে হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দুর্যোগ সহনীয় সেমি-পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, সরকার মুজিব বর্ষে প্রতিটি গৃহ হীন ব্যক্তিকে একটি করে ঘর নিমান করে দিবে। কেউ গৃহহীন থাকবেনা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদিবাসি মালঞ্চা গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য শিবলী সাদিক এমপি অসহায় দুস্থ আদিবাসীদের ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা ১৪টি পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪