হাকিমপুর সংবাদদাতা ॥ লকডাউনের মধ্যেও দিনাজপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১৭ পথচারীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম জানান, করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আমরা সচেতনতামূলক প্রচারও চালিয়ে যাচ্ছি।
এরপরও যারা সরকারি নির্দেশনা মানছেন না তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে। আজ এমন ১৭ জন ব্যক্তিকে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, দিনাজপুরের বাজারগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই বেচাকেনা চলছে। এতে সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪