হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের হিলিতে চালের বাজারে অভিযান চালিয়ে বেশি দামে চাল বিক্রি ও প্লাস্টিকের বস্তায় চাল রেখে বিক্রির অভিযোগে দুই চাল বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় হাকিমপুর উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।
এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, লকডাউনে কিছু ব্যবসায়ী বেশি দামে চাল বিক্রি করছে- এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে হিলির চাল বাজারে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তায় চাল রেখে বিক্রি ও বেশি দামে চাল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই চাল বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪