হাকিমপুর সংবাদদাতা ॥ দিনাজপুর হাকিমপুর উপজেলায় বজ্রপাতে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তারা ২ জনেই বয়সে শিশু।
৭ জুন সোমবার বিকাল ৪ টার সময় বৃষ্টিতে ভিজে ঝড়ের মধ্যে আম কুড়াতে গেলে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়।
নিহত শিশুরা হলো মহোসিনা (১২) ও মোবারসেরা (৭)। তারা হাকিমপুর উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোহাচড়া গ্রামের মোঃ মফিজ উদ্দিনের মেয়ে ।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৪ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় মহোসিনা ও মোবারসেরা দুই বোন বৃষ্টিতে ভিজে বাড়ীর পাশে ঝড়ে পড়া আম কুড়াচ্ছিল। সেখানে বজ্রপাতের সৃর্ষ্টি হলে মহোসিনা ও মোবারসেরা দুই বোন ঝলসে গিয়ে ঘটনা স্থলেই মারা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪