হাকিমপুর সংবাদদাতা ॥ হিলিতে করোনা শনাক্ত বৃদ্ধি পাওয়ায় সাত দিনের কঠোর বিধি-নিষেধ শেষে আবারও সাত দিনের কঠোর বিধি-নিষেধ ঘোষণা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বন্দরের আমদানি-রপ্তানি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ আলম জানান, দিনাজপুরের হিলিতে সাত দিনের কঠোর বিধি-নিষেধ শেষে হওয়ায় ২২ জুন মঙ্গলবার সকাল থেকে ২৮ জুন পর্যন্ত আবারও সাত দিন কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। তবে বন্দরের আমদানি রপ্তানি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে। এ ছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪