দিনাজপুর বার্তা২৪ ডেক্স:বরিশালে আগৈলঝাড়ায় আনুষ্ঠানিকভাবে ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। দেশে ৫০ লাখ শিশুর শারীরিক সহিংসতা শিকার। শিশুর স্বাস্থ্য, শিক্ষা, মানসিক এবং তাদের সার্বিক ভবিষ্যতের উপর ও বিরূপ প্রভাব ফেলে। আর একারনে দেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয় সেইসাথে মানবসম্পদ ও সামাজিক উন্নয়নে গতিহীনতা তৈরি করে।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি ম্যানেজার বেকী ত্রিপুরার সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা প্রেমসং ম্রং, পার্থ সারথি দোবে, শিশু অধিকার ফোরাম সভাপতি মো. আকাশ প্রমুখ। অনুষ্ঠানে লিফলেট, পোস্টার ও ভিডিওচিত্রের মাধ্যমে জানা যায়, বাংলাদেশে ১৪ বছর বয়সের পূর্বেই প্রায় ৮২% শিশু বিভিন্নভাবে, বিদ্যালয়ে ৭৭.১% শিশু ও কর্মক্ষেত্রে ৫৭% শারীরিক নির্যাতনের শিকার হয়। যার সংখ্যা ৫০ লাখ। সারা বিশ্বে প্রায় এক মিলিয়ন বা একশত কৌটি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪