দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামাঞ্চলের মানুষ যাতে সহজে স্বাস্থ্য সেবা পান সেই লক্ষ্যে উপজেলা ভিত্তিক কমিউনিটি হাসপাতাল নির্মান করেছেন। ফলে গ্রামাঞ্চলের মানুষও এখন সহজে চিকিৎসা সেবা গ্রহন করতে পারছেন। সেই সাথে আমার নির্বাচনী এলাকা কাহারোলবাসীও এই সুবিধা ভোগ করবেন।
২৪ মে দিনাজপুরের স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (ঐঊউ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতি করণের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাঃ আরোজ উল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর উপ-পরিচালক ডাঃ মো. আবু নছর নূরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ, সেক্টর কমান্ডার ফরামের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ফারুক ,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী সহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) সহকারী প্রকৌশলী মোঃ আফসার ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪