হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে হিলি চেকপোষ্ট দিয়ে যাতায়াত কারী দেশী বিদেশী নাগরিকদের পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় মেডিকেল টীম। ননকনডাক্ট অটোমোটেড র্থামোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষন করছেন তারা। তবে এখন পর্যন্ত কোন সন্ধেহ ভাজন রোগী পাওয়া যায়নি। এদিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আইসুলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
করোনা ভাইরাসের কারনে হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রী যাতায়াত আংশিক কমে গেছে। এখন প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ শত যাত্রী যাতায়াত করছে। আর যে সকল যাত্রী ভারত থেকে বাংলাদেশে আসছেন মেডিকেল টিম তাদের প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরিক্ষা করছেন। আর এর পরই হিলি ইমিগ্রেশন কতৃপক্ষ তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছেন। অপরদিকে যে সকল যাত্রী ভারতে যাচ্ছেন তাদেরকে ভারত হিলিতে মেডিকেল টিম স্বাস্থ্য পরিক্ষা করছেন।
এদিকে ভারত থেকে আমদানিকৃত পন্য নিয়ে যে সকল ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে সেই সকল পন্য বাহী ট্রাকের চালক ও খালাসীদের (হেলপার) ভারত হিলিতে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে তবে, হিলি চেকপোষ্টে বাংলাদেশে তাদের স্বাস্থ্য পরীক্ষা এখনো শুরু করা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪