দিনাজপুর বার্তা২৪.কম :- করোনা সতর্কতা হিসেবে ২১-৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে বাংলাদেশের অবস্থা সেরকম না। তবুও আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ প্রেস ক্লাবে সারাদিন অনেক মানুষের সমাগম হয়। আমাদের নিজেদের অনেক কর্মচারী রয়েছে তারা কখন, কীভাবে, কোথায় থাকে বলা যায় না। এছাড়াও সদস্যরা আসছেন প্রেস ক্লাবে। সবকিছু মিলিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে প্রেস ক্লাবে। সার্বিক দিক বিবেচনা করে, সবার নিরাপত্তার জন্য আমরা মনে করেছি কিছুদিন আলাদা থাকা উচিত। সেজন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রেস ক্লাবের কর্যক্রম বন্ধ থাকবে। আমি বলবো সবাই ঘরে থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪