স্টাফ রিপোর্টার:
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় কর্মরত চিকিৎসকদের সুরক্ষায় পিপিই ও মাস্ক প্রদান করল দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
হুইপ ইকবালুর রহিম এমপি’র উপস্থিতিতে ৩০ এপ্রিল বৃহস্পতিবার এফবিসিসিআই কর্তৃক প্রেরিত ২৫ পিচ পিপিই ও ৫০ পিচ মাস্ক হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস এর হাতে তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী। এসময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা কর্মে সহায়তার জন্য উক্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪