দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ আনিচুর রহমান বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ব্যাপক গনসচেতনতা বৃদ্ধি কল্পে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে।
“এখনই কাজ শুরু করি- কুষ্ঠরোগ নির্মূল করি” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৬ জানুয়ারী বৃহস্পতিবার জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং ধানজুড়ী কুষ্ঠা নিয়ন্ত্রন কেন্দ্র ও লেপ্রা বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় গণমাধ্যমের কর্মীদের নিয়ে কুষ্ঠরোগ বিষয়ক গণসচেতনতা মূলক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাইনুল হক। বিষয় ভিত্তিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন ডাঃ ফয়সাল আহম্মেদ রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের যক্ষা ও কুষ্ঠরোগ বিষয়ক প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক ও ধানজুড়ী কুষ্ঠ নিয়ন্ত্রন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার অগাপিত টুডু। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন কুষ্ঠ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এই রোগে আক্রান্ত ব্যাক্তিদের সাহয্যে করা ও জনবিছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুর্ণঃ গ্রহন সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণেই আমাদের লক্ষ্য। আগামী ২৯ জানুয়ারী বিশ^ কুষ্ঠ দিবস পালিত হবে। বাংলাদেশে কুষ্ঠ রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয় এবং নিয়মিত চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। উক্ত মত বিনিময় সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪