দিনাজপুর প্রতিনিধি : “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অর্ন্তভুক্তিমূলক বিশ^ গঠন” -এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ১৬তম বিশ^ অটিজম সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, ইউএনও সদর মোঃ রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) আব্দুল্লাহ আল মাসুম, সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক জেলা কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অটিজম শিশুদের অভিভাবকদের পক্ষে সেলিনা আক্তার, এনজিও সংস্থাদের পক্ষে অনামিকা পান্ডে। প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন অটিজম শিশুদের চিকিৎসা নয়, ভালোবাসা দিয়ে সুস্থ করা সম্ভব। ¯œায়ু ও বিকাশতন্ত্রের সমস্যা জনিত কারণে অটিজম শিশু জন্মগ্রহন করে। সামাজিক করণ ¯েœহে অটিজম শিশুদের লালন-পালন করতে হবে। যে যে বিষয় ভালো সে বিষয় দিয়ে তাকে পরিচর্চা করতে হবে। মনে রাখবেন সঠিক সময়ে ও প্রশিক্ষণ পেলে তারাও সমাজে উন্নয়নের অংশিদার হতে পারে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪