দিনাজপুর বার্তা২৪ ডেক্স: ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি অর্জন এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের মধ্যদিয়ে গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে গণহত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় ভাবে দেশে প্রথমবারের মত দিবসটি পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সুন্দর হাতের লেখা, দেশাত্ববোধক গান ও বঙ্গবন্ধু সম্পর্কিত গানের প্রতিযোগিতা ছাড়াও দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, রক্তদান কর্মসূচি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে সর্বস্তরের মানুষ ২৫ মার্চের কাল রাতে পাক বাহিনীর হাতে নিহত শহীদদের স্মরণ করেছে। ২৫ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বিশ্ব মানবতার ইতিহাসে বর্বরতম হত্যাযজ্ঞ ও নির্যাতনের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য বিশ্ব জনমত গড়ে তুলে বর্বর জাতির নেতা আইয়ুব-ইয়াহিয়ার মুখোশ উন্মোচনের জন্য জাঁতি সংঘের কাছে তাদের অসভ্যতার নথিপত্র তুলে ধরতে হবে। গণহত্যা দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য দেশ-বিদেশে প্রতি বছরই পালন করতে হবে। তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে সবার আগে ভারত ও রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করতে হবে। গণহত্যার নিন্দা তো তারা আগেই জানিয়েছে। এখন দরকার তাদের আনুষ্ঠানিক সমর্থন ও স্বীকৃতি। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার মিরপুর বদ্ধভূমি প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল। সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুলের সঞ্চলনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়-য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণহত্যা দিবস পালন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব:) এ.বি. তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান ড. অধ্যাপক এম এ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোরশেদ খান বীরবিক্রম প্রমুখ বক্তব্য রাখেন। গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, শিক্ষাবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুণ হাবীব, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাংবাদিক নেতা এম শাহজাহান মিঞা, সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ বক্তব্য রাখেন। সভার সভাপতি শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১৩ সাংবাদিকসহ ২৫ জন শহীদের নামে ২৫টি গাছ রোপণের ঘোষণা দেন। এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত ‘পঁচিশে মার্চ গণহত্যা ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম। সংগঠনের সভাপতি আলমগীর মজুমদারের সভাপতিত্বে সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়-য়া প্রমুখ বক্তব্য রাখেন। দিবসটি পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের আতœার মাগফিরাত কামনায় কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগন অংশগ্রহণ করেন। গণহত্যা দিবস উপলক্ষে তেজগাঁও সিএসডি চত্বরে স্বাধীনতা স্তম্ভ ‘বিজয় ৭১’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তেজগাঁও সিএসডি চত্বরে স্বাধীনতা স্তম্ভ ‘বিজয় ৭১’ উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালন বদরুল হাসান, অধিদফতরের অতিরিক্ত হমাপরিচালক আবদুল হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর মিরপুরের বাংলা কলেজ প্রাঙ্গণে ও দক্ষিণ আওয়ামী লীগ লালবাগ মাঠে পৃথক ভাবে দুটি সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশ দু’টিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪