দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেও করোনার ভয়াবহতা বেড়েছে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে ৩২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৬৮০ জনের মৃত্যু দেখল ইরান। ইরানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সীমা সা’দাত লারি বলেন, গেলো ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৮ ব্যক্তি করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন যা একদিনে সর্বোচ্চ সংখ্যক। তাদের তিন হাজার ৩৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ২১ লাখ ৬৮ হাজার ৮৭২ জন করোনা সংক্রমিত হয়েছে দেশটিতে। তার মধ্যে ১৭ লাখ ৪৫ হাজার ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া করোনা আক্রান্ত চার হাজার ৬০১ জনের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অবস্থা নিয়ে তারা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪