দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা সংক্রমণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ এপ্রলি সকাল পর্যন্ত। গতকাল সোমবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্ণর অনিল বাইজাল এর মধ্যে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের সময় সমস্ত বেসরকারী অফিসের কর্মকর্তাগণ বাসায় থেকে অফিস করবেন। তবে জরুরি সেবাসমূহের পাশাপাশি সরকারি কিছু অফিস খোলা থাকবে। রোববার শুধু দিল্লিতেই রেকর্ড ২৫ হাজার ৪৬২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। প্রত্যেক তিনজনের মধ্যে একজনের করোনা পজিটিভ ফলাফল আসছে। শনিবার ২৪ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয় এবং মারা যায় ১৬৭ জন। এর আগে রাজধানী দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু দিল্লির কিছুকিছু এলাকায় বিধিনিষেধ যথাযথভাবে পালন না করায় সংক্রমণ বাড়তে থাকে। দেশটিতে রোববার রেকর্ড এক হাজার ৬শ ২৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এনিয়ে ভারতে করোনায় এক লাখ ৭৮ হাজার জনের বেশি মৃত্যু হলো। শনাক্ত দেড় কোটির বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪