দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ৬ষ্ঠবারের মত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরদিন যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি। দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের নেতৃত্ব দেয়ার সময় তিনি গুরুতর আহত হন। পরে রাজধানী এনজামিনা নেয়ার পথে নিহত হন প্রেসিডেন্ট ইদ্রিস দেবি। মঙ্গলবার তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়। গেল ১১ এপ্রিল চাঁদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সোমবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রেসিডেন্টের মৃত্যুর পর ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্ট। জারি করা হয়েছে কারফিউ। ৬৮ বছর বয়সী ইদ্রিস দেবি আফ্রিকায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের মধ্যে অন্যতম। ১৯৯০ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন সাবেক এই সেনা কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪