দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্রে বিজয় বল্লভ হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার শেষ রাতের দিকে হাসপাতালটির আইসিইউ ইউনিটে আগুন লাগে। এ সময় সেখানে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালটির পরিচালক জানান, আগুনের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে মোট ৯০ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালটির দোতলায় আইসিইউ ইউনিটটি ধোঁয়ায় ভরে যায়। আধ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর আগে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকের জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিকেজের পর সরবরাহ বন্ধ হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪