দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুতে মরদেহ সৎকারে শশ্মান ঘাটগুলোতে হিমশিম অবস্থা। অন্যদিকে, হাসপাতালগুলোতে অক্সিজেন ও শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ভারতে আবারো করোনা শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে দেশটিতে মারা গেছে ২ হাজার ২৫৬ জন। এ নিয়ে ভারতে মারা গেল ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন। শনাক্ত ছাড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার। এদিকে, কিউবাতে রেকর্ড মৃত্যু হয়েছে আবারও। বৃহস্পতিবার একদিনে দেশটিতে মারা গেছে এক হাজার ২০৭ জন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাতেও বাড়ছে করোনার সংক্রমণ। আর, ব্রাজিলে একদিনে মারা গেছে ২ হাজার ৭০ জন। এ পর্যন্ত ব্রাজিলে মোট মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জন। বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৪১ লাখ ৭২ হাজারের বেশি। আর, মৃত্যু ৩০ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৩৬২ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪