দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ এক নারী তার নিজেরই ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে। তবে ছেলেকে গুলি করে হত্যার আগে তার জিহবা কাটারও নাকি পরিকল্পনা ছিল তার। ছেলেকে হত্যার ঘটনায় ২৮ বছর বয়সী কেইটলিন হিগিন্সকে গ্রেপ্তার করেছে লুইসভিল পুলিশ। হিগিন্সের গাড়ির ট্রাংক থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শওই মৃত শিশুর কাছে হিগিন্সের হাতে একটি বন্দুক দেখে পুলিশকে খবর দেয় তারই এক প্রতিবেশী। নিজের ছেলেকে একটি কম্বলে মুড়ে রেখেছিলেন হিঙ্গিন্স। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিগিন্সের বাড়ির বারান্দায় তাকে দেখতে পান। এ সময় বাড়ির সিঁড়িতে রক্তের দাগ লেগেছিল। পুলিশ জানায়, হিগিন্স তাদের বলেছেন যে ছেলেকে গুলি করে হত্যা করেছেন তিনি। তবে এর আগে তার ছেলের জিহবা কেটে নিতে চেয়েছিলেন তিনি। তবে হিগিন্স এমন এক ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে তা স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪